Bengalilyricsong

6/recent/ticker-posts

Header Ads Widget

Meera Lyrics (মীরা) Rahul Dutta | Sreetama Baidya








 

Meera Lyrics by Rahul Dutta :

Meera Song Is Sung by Rahul Dutta. Featuring: Sreetama Baidya. Music Composed And Arranged by Rahul Dutta. Song Lyrics In bengali Written by Supratip Bhattacharya. Song Mixing And Mastering by Suraj Nag.

Song : Meera 
Singer : Rahul Dutta
Lyrics : Supratip Bhattacharya 
Music Composed & Arranged by : Rahul Dutta
Music Producer : Atishay Jain
Filmed By : Rohan Kumar Paul
Cinematography : Rohan Kumar Paul & Souptik Pal
Video Production : Bila Boy Entertainment

Meera Song Lyrics In Bengali :

হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণপ্রেমে রাজকুমারী মাতোয়ারা। 

হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া
কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা। 

স্বয়নে স্বপনে হলো দিশেহারা 
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা 
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা।। 

উতলা এ মন 
খুঁজে মরে আজীবন,
কবে সে পাবে দর্শন। 
চাতকের মত, কৃষ্ণ প্রেমে 
তৃষ্ণার্ত সে সারাক্ষণ। 

রাজা রানা প্রতাপের 
বিষপান করেও 
মহিমা গুনে মিরা পেল অমৃতেরই স্বাদ।

কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া,
কানু লীলায় মেওয়ার রানী ছন্নছাড়া
ভিখারিনী হয়ে এলো ব্রজেরি পাড়া, 
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা। 

স্বয়নে স্বপনে হলো দিশেহারা 
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
স্বয়নে স্বপনে হলো দিশেহারা 
বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা,
একাকিনী বসে কাঁদে যে মীরা
একাকিনী বসে কাঁদে যে মীরা .. 

মীরা লিরিক্স - রাহুল দত্ত :
Hotath kore rajar ghore porlo je sara
Krishno preme rajkumari matoyara
Ekakini bose kande je meera
Soyone shopone holo dishehara
Banshir sure uthal pathal jomuna dhara
Ekakini bose kande je mira
Utola e mon khuje more ajibon
Kobe se pabe doroshon
Chatoker moto krishno preme
Trishnarto se sarakkhon
Raja rana pratap er bishpan koreo
Mohima gune mira pelo amriteri swad
Kanu lilay meoyar rani chonnochara
Bhikharini hoye elo brojer para
Ekakini bose kade je meera

Post a Comment

0 Comments